অক্টোবরের বৃষ্টি বাড়ালো ডেঙ্গুর ঝুঁকি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
অক্টোবরের বৃষ্টি বাড়ালো ডেঙ্গুর ঝুঁকি: তিন কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতা, ঢাকার বাইরে রোগী বেশি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫ |
টাইমস এক্সপ্রেস ২৪ রিপোর্ট
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তিনটি বড় কারণ—বৃষ্টি ও তাপমাত্রা, স্থানীয় সরকারের নিষ্ক্রিয়তা, এবং চিকিৎসা অবকাঠামোর দুর্বলতা—ডেঙ্গুর সংক্রমণ বাড়াচ্ছে।
অক্টোবর মাসের শেষ দিকে দেশে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু রেকর্ড হয়েছে। গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, মৃত্যু হয়েছে ৮০ জনের। চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬৯ হাজার ৮৮৬ জন, মৃত্যু ২৭৮ জন।
তিন প্রধান কারণে ডেঙ্গুর বিস্তার
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন,
“অক্টোবরের বৃষ্টি আমাদের ভোগাবে। নভেম্বরে ডেঙ্গুর বিস্তার কমার সম্ভাবনা নেই।”
বিশ্লেষকরা বলছেন, “রোগতাত্ত্বিক ত্রিভুজ”—মশা, রোগী ও পরিবেশ—এই তিনটি উপাদানের কোনোটিই নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
কোন মন্তব্য নেই