টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর খবর। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর খবর।

Pic:Collected

টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর খবর। এখন থেকে টুইটার ব্যবহারকারীরা ২৮০ শব্দে মনের ভাব প্রকাশ করতে পারবেন পূর্বের ১৪০ শব্দের দিন আর সমাপ্তি । 
তার সাথে নামের অক্ষর ৫০ শব্দ ব্যবহার এর বোনাস।
টুইটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, বহুদিন ধরেই টুইটারের ডিসপ্লে নেম-এ ২০ শব্দের মধ্যে লিখতে হতো নাম। ফলে, বহুক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতেন টুইটার ব্যবহারকারীরা। তাঁরা অক্ষর সংখ্যা বাড়ানোর আবেদনও জানাচ্ছিলেন।
টুইটার ব্যবহারকারীদের সেই আবেদন সাড়া দিয়েই অবশেষে মঞ্জুর হলো এই দাবি। ফলে, এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা টুইটার অ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে ডিসপ্লে নাম পরিবর্তন করতে পারবেন।
সূত্র :অনলাইন

কোন মন্তব্য নেই