কম্প্রেসারের ভেতর ৩ কোটি টাকার সোনা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কম্প্রেসারের ভেতর ৩ কোটি টাকার সোনা!


হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ওয়াটার ডিস্পেনার কম্প্রেসারের ভেতর থেকে ৩ কোটি টাকা মূল্যের প্রায় ৬ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস।

মঙ্গলবার মধ্য রাতে সৌমিক দত্ত নামের ভারতীয় যাত্রীর সঙ্গে থাকা ওয়াটার ডিস্পেনার কম্প্রেসারের ভেতরে বিশেষ কৌশলে আনা ওই সোনা জব্দ করা হয়।

বুধবার ঢাকা কাস্টমস হাউস সূত্র রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস হাউস জানায়, শাহজালাল বিমানবন্দরে রাত সাড়ে ১২ টায় রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮৫ বিমানে আসে ভারতীয় নাগরিক সৌমিক দত্ত। গোপন সংবাদ থাকায় কাস্টম হাউসের ঢাকার একটি দল গ্রিন চ্যানেল ও অন্যান্য গূরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। যাত্রী সৌমিক দত্ত বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রমকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সোনা ও অন্যান্য শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার কথা অস্বীকার করেন।

পরবর্তীতে তার কাছ থেকে একটি ওয়াটার ডিস্পেন্সার উদ্ধার করা হয়, যার মধ্যে কম্প্রেসারের মধ্যে ছোট ছোট বল আকৃতির (ডালের মত দেখতে) ৫ কেজি ৯৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। সোনাগুলো বিশেষ কৌশলে কম্প্রেসারের মধ্যে ঝালাই করে হয়েছিল। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


 সূত্র 

কোন মন্তব্য নেই