বিমানবন্দরে শক্তিশালী ড্রোন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার সকালে আটক হওয়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির। তাকে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে জানিয়েছেন।
তিনি জানান, মার্ক ২৬ জানুয়ারি ড্রোনসহ বিনা ঘোষণায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। মঙ্গলবার চায়না সাদার্ন এয়ারলাইনসের সিজেড ৩৯২ ফ্লাইটে গুয়াংজু হয়ে আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এমন সময় গোপন তথ্যানুসারে গোয়েন্দা দল ড্রোনটি আটক করে। মার্ক রুমামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর লিখিত বক্তব্য নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শুল্ক গোয়েন্দা জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোনটিতে ৯টি ক্যামেরা রয়েছে। তিনি ড্রোনটি ব্যবহার করে দেশের ভেতর বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ‘আমদানি নিয়ন্ত্রিত পণ্য’ ড্রোন আনায় নিরাপত্তার স্বার্থে সেটি আটক করা হয়েছে।
সূত্র


কোন মন্তব্য নেই