ফ্রান্স-অস্ট্রেলিয়ার থেকেও ধনী ভারত ,সবচেয়ে ধনীতম দেশগুলির মধ্যে রয়েছে ভারতের নাম৷ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফ্রান্স-অস্ট্রেলিয়ার থেকেও ধনী ভারত ,সবচেয়ে ধনীতম দেশগুলির মধ্যে রয়েছে ভারতের নাম৷


কে বলে ভারত গরিব দেশ? সম্প্রতি একটি রিপোর্ট এই মন্তব্যকে মিথ্যে বলে জানিয়েছে৷ রিপোর্টে প্রকাশ পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনীতম দেশগুলির মধ্যে রয়েছে ভারতের নাম৷ ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত৷


প্রথম স্থানটি অধিকার করেছে আমেরিকা৷ ২১৭ সালে এর মোট সম্পদ ছিল ৬৪ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার৷ এর পরেই আছে চিনের নাম৷ এই দেশের বার্ষিক সম্পত্তির পরিমাণ ২৪ হাজার ৮০৩ বিলিয়ন মার্কিন ডলার৷ তিন নম্বরে রয়েছে জাপান৷ এর সম্পত্তি ১৯ হাজার ৫২২ বিলিয়ন মার্কিন ডলার৷ চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন৷ এর সম্পদ ৯ হাজার ৯১৯ বিলিয়ন মার্কিন ডলার৷ পঞ্চম স্থানে রয়েছে জার্মানি৷ এই দেশের সম্পত্তির পরিমাণ ৯ হাজার ৬৬০ বিলিয়ন মার্কিন ডলার৷ এর পরেই ভারতের স্থান৷
সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স৷ এর সম্পত্তির পরিমাণ ৬ হাজার ৬৪৯ বিলিয়ন মার্কিন ডলার৷ কানাডা রয়েছে অষ্টম স্থানে৷ এই দেশের মোট সম্পদের পরিমাণ ৬ হাজার ৩৯৩ বিলিয়ন মার্কিন ডলার৷ অস্ট্রেলিয়ার স্থান নবম৷ এই দেশের মোট সম্পত্তি ৬ হাজার ১৪২ বিলিয়ন মার্কিন ডলার৷ দশম স্থানে রয়েছে ইতালি৷ এর সম্পত্তির পরিমাণ ৪ হাজার ২৭৬ বিলিয়ন মার্কিন ডলার৷


দেশের সম্পত্তি, নগদ টাকা, ব্যবসা ইত্যাদির উপর ভিত্তি করে এই সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়৷ এছাড়া দেশের মানুষের প্রাত্যহিক জীবনও এর নির্ধারক৷
রিপোর্টে বলা হয়, ২০১৭-এ বিশ্বের বাজারে ভারত সবচেয়ে ভালো পারফর্ম করেছে৷ ২০১৬ সালে যেখানে ভারতের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬ হাজার ৫৮৪ বিলিয়ন মার্কিন ডলার৷ ২০১৭ সালে তা এসে দাঁড়ায় ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলারে৷ বৃদ্ধির পরিমাণ প্রায় ২৫%৷ গত এক দশকে ভারতের সম্পত্তির বৃদ্ধি হয়েছে ৩ হাজার ১৬৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার (২০০৭-২০১৭ সাল পর্যন্ত)৷


ভারতে প্রায় ২০ হাজার ৭৩০ জন মাল্টি-মিলিওনিয়ার থাকেন৷ এই হিসেবে ভারত বিশ্বের মধ্যে সপ্তম দেশ৷

সূত্র


কোন মন্তব্য নেই