অস্ট্রেলিয়ান ওপেনে থেমে গেল রোহন-শরনের দৌড়
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ডাবলসে শেষ হয়ে গেল ভারতের দৌড়৷তৃতীয়
রাউন্ডে দ্বিবীজ শরন ও রোহন বোপন্নার হারের ফরে ভারতের সম্ভাবনায় ইতি
পড়ে৷ রবিবারই স্ট্রেট সেটে হারে লিয়েন্ডার পেজ ও পূরব রাজার ভারতীয়
জুটি৷
বোপন্না ও তাঁর ফরাসি পার্টনার ভাসেলিন হারেন অস্ট্রিয়ার অলিভার মারাখ এবং ক্রোয়েশিয়ার মাতে প্যাভেচ জুটির কাছে৷
সোমবার মেলবোর্ন পার্কে বোপন্নাদের লড়াই থেমে যায় ৪-৬,৭-৬,৩-৬ সেটে৷ প্রথম সেট হারলেও দারুণ লড়াই করে টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরে ইন্দো-ফরাসি জুটি৷ কিন্তু তৃতীয় সেটে অস্ট্রিয়া-ক্রোয়েশিয়া জুটির বিরুদ্ধে হার হজম করে বোপন্না-ভাসেলিন৷
এর আগে শরন ও রাজীব রাম জুটি হারে শীর্ষ বাছাই কুবোট-মেলো জুটির কাছে৷ তিন সেটের (৬-৩,৬-৭,৪-৬) লড়াইয়ে পোল্যান্ডের লুকাস কুবোট ও ব্রাজিলীও মার্সেলো মেলোর কাছে৷ প্রথম জিতলেও পরের দু’টি সেট জিতে ম্যাচ পকেটে পুরে নেয় পোল্যান্ড-ব্রাজিলীয় জুটি৷
তবে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ভারতের আশা বলতে মিক্সড ডাবলসে বোপন্না ও তাঁর হাঙ্গেরিয়ান পার্টনার তিমেয়া ব্যাবোস৷
বোপন্না ও তাঁর ফরাসি পার্টনার ভাসেলিন হারেন অস্ট্রিয়ার অলিভার মারাখ এবং ক্রোয়েশিয়ার মাতে প্যাভেচ জুটির কাছে৷
সোমবার মেলবোর্ন পার্কে বোপন্নাদের লড়াই থেমে যায় ৪-৬,৭-৬,৩-৬ সেটে৷ প্রথম সেট হারলেও দারুণ লড়াই করে টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরে ইন্দো-ফরাসি জুটি৷ কিন্তু তৃতীয় সেটে অস্ট্রিয়া-ক্রোয়েশিয়া জুটির বিরুদ্ধে হার হজম করে বোপন্না-ভাসেলিন৷
এর আগে শরন ও রাজীব রাম জুটি হারে শীর্ষ বাছাই কুবোট-মেলো জুটির কাছে৷ তিন সেটের (৬-৩,৬-৭,৪-৬) লড়াইয়ে পোল্যান্ডের লুকাস কুবোট ও ব্রাজিলীও মার্সেলো মেলোর কাছে৷ প্রথম জিতলেও পরের দু’টি সেট জিতে ম্যাচ পকেটে পুরে নেয় পোল্যান্ড-ব্রাজিলীয় জুটি৷
তবে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ভারতের আশা বলতে মিক্সড ডাবলসে বোপন্না ও তাঁর হাঙ্গেরিয়ান পার্টনার তিমেয়া ব্যাবোস৷
সূত্র:


কোন মন্তব্য নেই