ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশ লি: এপ্রিল’১৭ থেকে ডিসেম্বর’১৭ পর্যন্ত ৯ মাসের (এপ্রিল-ডিসেম্বর ২০১৭) আর্থিক হিসাবেঅন্তবর্তীকালীন ২৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামি ১২ ফেব্রুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১.৩৮ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮.০৪ টাকা। এদিকে গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১১.১৮ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০.১৮ টাকা।
এছাড়া নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬১.৫৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৭.৪৭ টাকা।


কোন মন্তব্য নেই