ইসরোর ১০০তম উপগ্রহ পাঠালো প্রথম ছবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরোর ১০০তম উপগ্রহ পাঠালো প্রথম ছবি


ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো, কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহের মাধ্যমে নেওয়া প্রথম ছবি প্রকাশ করল মঙ্গলবার৷ গত ১২জানুয়ারি মহাকাশ সংস্থা শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ৩১টি স্যাটেলাইট লঞ্চ করা হয়৷


কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহ প্রথমদিন ইন্দোরের হোলকর স্টেডিয়ামের ছবি পাঠায়৷ এই ছবিটি ইসরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়৷ শুক্রবার সকাল ৯.২৮মিনিট নাগাদ পিএসএলভি-র মাধ্যমে একসহ্গে ৩১ট উপগ্রহ লঞ্চ করা হয়৷ যার মধ্যে ৩টি ভারতীয় উপগ্রহ এবং বাকি ২৮টি অন্য দেশের৷

এছাড়া ১০০ কিলোগ্রামের মাইক্রো এবং ১০ কিলোগ্রামের ন্যানো উপগ্রহও রয়েছে এতে৷ ২৮টি উপগ্রহের মধ্যে ১৯টি আমেরিকার, ৫টি দক্ষিণ কোরিয়ার এবং বাকি তিনটি ফ্রাম্স, কানাডা এবং ফিনল্যান্ডের৷

গত বছর ফেব্রুয়ারিতে ভারত একসঙ্গে ১০৪টি উপগ্রহ পাঠিয়েছিল৷ এতে আমেরিকা ছাড়াও ইজরায়েল, হল্যান্ড, সুইজারল্যান্ডের মতো বহুদেশের উপগ্রহ বা স্যাটেলাইট ছিল৷

 

 

 

সূত্র:


কোন মন্তব্য নেই