রাতের শহরে এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ
ছবি- প্রতীকী
কলকাতার স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ তৎপরতায় এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ হল৷ মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
তারাই ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ খবর দেন৷ ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ৷ পাটুলির এস ব্লকের ৩১ নম্বর ওয়ার্ডে এটিএমটি অন্ধকার দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের৷ তারপরেই খবর দেওয়া হয় পুলিশে৷
এটিএম-টির সামনের অংশ ভাঙা ও উলটানো অবস্থায় দেখতে পায় পুলিশ৷ এমনকি এক সন্দেহভাজনকে এলাকা ঘোরাফেরা করতেও দেখা যায়৷ তাকে ধাওয়া করলে, সে চম্পট দেয় বলে পুলিশ সূত্রে খবর৷
ব্যাঙ্ক কর্তৃপক্ষ সকালে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে৷ পুলিশ স্বত:প্রণোদিত হয়ে এটিএম লুঠের মামলা রুজু করেছে৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে৷
কলকাতার স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ তৎপরতায় এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ হল৷ মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের একটি এটিএম লুঠের চেষ্টা করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
তারাই ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ খবর দেন৷ ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ৷ পাটুলির এস ব্লকের ৩১ নম্বর ওয়ার্ডে এটিএমটি অন্ধকার দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের৷ তারপরেই খবর দেওয়া হয় পুলিশে৷
এটিএম-টির সামনের অংশ ভাঙা ও উলটানো অবস্থায় দেখতে পায় পুলিশ৷ এমনকি এক সন্দেহভাজনকে এলাকা ঘোরাফেরা করতেও দেখা যায়৷ তাকে ধাওয়া করলে, সে চম্পট দেয় বলে পুলিশ সূত্রে খবর৷
ব্যাঙ্ক কর্তৃপক্ষ সকালে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করে৷ পুলিশ স্বত:প্রণোদিত হয়ে এটিএম লুঠের মামলা রুজু করেছে৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে৷


কোন মন্তব্য নেই