রক্তাক্ত ফ্লোরিডা৷ এবার ফ্লোরিডার একটি নামী হাইস্কুলের মধ্যেই চলল গুলি৷ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রক্তাক্ত ফ্লোরিডা৷ এবার ফ্লোরিডার একটি নামী হাইস্কুলের মধ্যেই চলল গুলি৷



ফের রক্তাক্ত ফ্লোরিডা৷ এবার ফ্লোরিডার একটি নামী হাইস্কুলের মধ্যেই চলল গুলি৷ দুষ্কৃতীর ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ ঘটনায় গুলিবিদ্ধে আরও ৫০ পড়ুয়া৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের৷ ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় সময় বুধবার শেষ রাতে দক্ষিণ ফ্লোরিডা পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গোলাগুলির ঘটনায় পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷


গোটা স্কুল-চত্বর ঘিরে ফেলেছে শুরু হয় পুলিশ তল্লাশি৷ আততায়ীকে ধরতে আকাশ পথে শুরু হয় নজরদারি৷ স্কুল সংলগ্ন প্রায় এক কিলোমিটার রাস্তা বন্ধ করে দেয় পুলিশ৷ স্কুলের মধ্যেই আততায়ীরা লুকিয়ে রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়৷ পরে পুলিশি অভিযানে আততায়ীকে ধরে ফেলে পুলিশ৷ তদন্তের স্বার্থে ধৃতের নাম পরিচয় এখনও জানানো হয়নি৷ ধৃতের সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধৃত আততায়ী ওই স্কুলেরই প্রাক্তন পড়ুয়ারা৷ বয়স ১৮ বছরের কাছাকাছি৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের প্রাক্তন ছাত্র নিকোলাস ক্রুজকে উৎশৃঙ্খল জীবনযাপনের অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়৷ মূলত, সেই রাগেই এই কাণ্ড ঘটিয়েছে নিকোলাস৷  জানা গিয়েছে, স্কুলে এসে সে প্রথমে ফায়ার অ্যালার্ম বাজায়৷ তাতে আগুন লেগেছে ভয়ে ছোটাছুটি পড়ে যায়৷ সেই সুযোগে নির্বিচারে গুলি চালায় অভিযুক্ত৷
অভিযুক্ত যুবককে গ্রেফতার করল করল পুলিশ৷

এদিনের এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে দুঃখ প্রকাশ করেন৷ বলেন, ফ্লোরিডায় ভয়ঙ্কর গোলাগুলির শিকার হওয়ার পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে৷ তবে, এই ঘটনার পর কোনও পড়ুয়া, শিক্ষক যেন ভাবেন না, আমেরিকার স্কুল তাঁদের জন্য নিরাপদ নয়৷ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ৷’’
এর আগে গতবছরের শেষের দিকে ফ্লোরিডা বিমানবন্দরে বন্দুকবাজের হামলায় পাঁচ বিমানযাত্রী মৃত্যু হয়৷ ঘটনায় জখম হয়েছেন আরও আট যাত্রী৷ ফোর্ট লডারডেল বিমানবন্দরে গুলি চালানোর ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও ফ্লোরিডার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ এই নিয়ে চলতি বছরে আমেরিকার স্কুলে এখনও পর্যন্ত ১৮টি গুলি চালানোর ঘটনা ঘটল৷ লাগাতার বন্দুকবাজদের হামলা ও হতাহতের খবরে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন সেদেশের বাসিন্দারা৷ কিন্তু, কী কারণে এই ঘটনা? লাগাতার কেন ঘটে চলেছে বন্দুকবাজদের দাপট? ঘটনার পেছনে কী বিলাসবহুল জীবনের বেপরোয়া মনোভাব, নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ? আপাতত এই প্রশ্নগুলিই ভাবাচ্ছে ফ্লোরিডা প্রশাসনকে৷



সূত্র

কোন মন্তব্য নেই