প্রিয়া প্রকাশ ভারিয়ার। ডাক নাম তার প্রিয়ু। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রিয়া প্রকাশ ভারিয়ার। ডাক নাম তার প্রিয়ু।


ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। তার ডাক নাম প্রিয়ু। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। মালায়ালাম ভাষার একটি সিনেমার মাধ্যমে চলতি বছর চলচ্চিত্রে অভিষেক হবে তার।

গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে ‍মুক্তি পেয়েছে এ সিনেমার প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। গানটির ১ মিনিট ৩২ সেকেন্ডের সময় প্রিয়ার ভ্রু কাঁপানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করে। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

১৮ বছর বয়সি কাজল নয়না এ অভিনেত্রীর চোখের ইশারা আর হাসির জাদুতে মুগ্ধ হন দর্শক। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই এখন ভাইরাল তিনি। প্রিয়াকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।

 

ভারতের কেরালার ত্রিশূরে জন্মগ্রহণ করেন প্রিয়া প্রকাশ ভারিয়ার

স্থানীয় বিমলা কলেজের বিকম প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি
 

মোহিনীআট্ট্যম নৃত্যশিল্পী প্রিয়া। আর সেখান থেকেই ভ্রু নাচানোর অদ্ভুত কৌশল রপ্ত করেন এই অভিনেত্রী



তার অভিনীত প্রথম সিনেমা ‘ওরু আদার লাভ’



প্রিয়ার প্রিয় অভিনেতা-অভিনেত্রী মহেশ বাবু, কাজল আগারওয়াল




সূত্র

কোন মন্তব্য নেই