৩ গিগাবিট গতি পাওয়া যাবে ফাইভজিতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ গিগাবিট গতি পাওয়া যাবে ফাইভজিতে



আগামী প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের সফল পরীক্ষা চালিয়েছে হুয়াওয়ে।
পরীক্ষাটি চালানো হয় ইতালির টুরিন শহরে। ফ্রিকুয়েন্সির যথাযথ ব্যবহারের ফলে পরীক্ষাধীন নেটওয়ার্কটি ৩ গিগাবিট পর্যন্ত স্পিড তুলতে সক্ষম হয়েছে। তাদের প্রযুক্তির মাধ্যমে ফ্রিকুয়েন্সির প্রতি হার্জে এক সেকেন্ডে ৩০ বিট ডাটা স্থানান্তর করা যাবে। এর ফলে স্পেক্ট্রাম কম থাকলেও ডাটা স্পিড কমবে না।
ইতালির সরকার তিনটি কোম্পানিকে ফাইভজি নেটওয়ার্ক পরীক্ষা করার জন্য অনুমতি দিয়েছে। ফাইভজি সেবা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে ৩.৬ থেকে ৩.৮ গিগাহার্জ ফ্রিকুয়েন্সি। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বছরের জুন মাসে হুয়াওয়ে তাদের প্রথম ফাইভজি নেটওয়ার্কের এলাকা কোথায় হবে তা ঘোষণা করবে। আগামী ২০১৯ সালের শেষ নাগাদ ইতালির বারি ও মাটেরা শহরকে সম্পূর্ণ ফাইভজি সেবার আওতায় আনা হবে। নেটওয়ার্ক হুয়াওয়ে গড়লেও সেবাটি দেওয়ার জন্য ভোডাফোনও প্রস্তুতি নিচ্ছে।

নতুন নেটওয়ার্ক নিয়ে গবেষণাতে হুয়াওয়ে ৬ হাজার ৪ শত ৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে। হুয়াওয়ের পাশাপাশি টিম, টেলুস ও অন্যান্য নেটওয়ার্ক সেবাদাতারাও ফাইভজি  নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। এ বছর থেকেই কোয়ালকম, স্যামসাং ও ইন্টেল ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের উপযোগী ফোন নিয়ে হাজির হতে যাচ্ছে।



Sources: techshohor

কোন মন্তব্য নেই