তেলেঙ্গানায় বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তেলেঙ্গানায় বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তবর্তী পুজারি কাঙ্কর এলাকার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ মাওবাদী সন্ত্রাসী নিহত হয়েছে।শুক্রবার (০২ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এ বন্দুকযুদ্ধ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্পেশাল ডিজি (মাওবাদী অপারেশন বিষয়ক) ডি এম অস্ত্বি।
তেলেঙ্গানা ও ছত্তিশগড় পুলিশের বিশেষায়িত ব্রাঞ্চ এ অপারেশনে অংশ নিয়েছে। এতে পুলিশের এক সদস্যও আহত হওয়ার খবর জানা গেছে।



নিহতদের মধ্যে মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটি নেতা হারি ভূষণ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তিনি পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
মাওবাদী সন্ত্রাসীদের মরদেহ ময়না তদন্তের জন্য ভদ্রাচালাম হাসপাতালে পাঠানো হয়েছে।

TE-Online/NA 

কোন মন্তব্য নেই