এ্যাসরকের বিটকয়েন মাইনিং মাদারবোর্ড H110 Pro BTC+ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এ্যাসরকের বিটকয়েন মাইনিং মাদারবোর্ড H110 Pro BTC+




কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে এ্যাসরক ব্র্যান্ডের “এইচ১১০ প্রো বিটিসি+” মডেলের নতুন একটি মাদারবোর্ড। ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের ইন্টেল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন মাইনিং-এর জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। 


এর ১৩টি পিসিআই এক্সপ্রেস স্লটে ১৩টি গ্রাফিক্স কার্ড (সর্বোচ্চ ৫টি এনভিডিয়া ও ৮টি এএমডি) ইন্সটল করা যায় যা কয়েন মাইনিং-এর গতিকে দ্রুততর করে। 

এছাড়া এতে রয়েছে ৩টি অতিরিক্ত পাওয়ার কানেক্টর যা মাইনিং-এর সময় সিস্টেমকে স্থির রাখে। মাদারবোর্ডটি বিটকয়েন ছাড়াও ইথেরিয়াম, জেডক্যাশ, মোনেরোসহ অন্যান্য জিপিইউ মাইনিং কয়েন সাপোর্ট করে। ৩ বছরের ওয়ারেন্টিসহ মাদারবোর্ডটির মূল্য ১৬,৫০০ টাকা। যোগাযোগঃ ৯৬১২৬২৯-৩০, ৯৬৩৪৬৮৪-৮৫




Specification
H110 Pro BTC+

ASRock Super Alloy
Supports 7th and 6th Generation Intel® Core™ i7/i5/i3/Pentium®/Celeron® Processors
Supports DDR4 2400/2133
1 PCIe 3.0 x16, 12 PCIe 2.0 x1
Graphics Output: DVI-D
7.1 CH HD Audio (Realtek ALC887 Audio Codec), ELNA Audio Caps
4 SATA3, 1 M.2 (SATA3)
4 USB 3.1 Gen1 (2 Front, 2 Rear)
Intel® Gigabit LAN

Onboard Power On / Reset Button





কোন মন্তব্য নেই