এবার নকলের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার নকলের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার যোগ হলো নকলের অভিযোগ। স্ন্যাপের প্রধান নিবার্হী কর্মকর্তা ইভান স্পিগল অভিযোগের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাসেবলের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক নকল করেছে স্ন্যাপচ্যাটের তথ্য সুরক্ষা নীতিকে।



গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে ইভান বলেন, ‘ব্যবহারকারীদের গোপন তথ্যগুলোকে সুরক্ষিত রাখতে ফেসবুক ব্যর্থ হয়েছে। তারা যদি আমাদের তথ্য সুরক্ষা নীতি নকল করে সেক্ষেত্রে উপকৃত হবেন অনেক ব্যবহারকারী।’

এ বিষয়ে নীরব থাকনি ফেসবুক। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফেসবুকের প্রধান নিবার্হী জানান, ‘স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তাই, স্ন্যাপচ্যাটকে নকল করা খুব একটা সঠিক পদক্ষেপ নয়।’

ইতিমধ্যেই ফেসবুক নকল করেছে স্ন্যাপচ্যাটের ‘সোটরেজ’-সহ একাধিক ফিচারকে। স্ন্যাপচ্যাট মূলত একটি ফটো শেয়ারিং সাইট। যা ১ এপ্রিল একটি নতুন ফিল্টার নিয়ে আসে ব্যবহারকারীদের জন্য। আর এ কারণেই ব্যাপকভাবে ট্রোলের শিকার হয় ফেসবুক।

অন্যদিকে, ২০১৭ তে স্ন্যাপচ্যাটকে পুনরায় ডিজাইন করা হয়। গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। নতুন ডিজাইনটি অনেক বেশি সহজ করা হয়েছে। আশা করা হচ্ছে, এটি ভুয়ো খবরকে অনেকাংশে কমাবে। যদিও স্ন্যাপচ্যাটের নতুন ডিজাইনটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি ব্যবহারকারীদের ওপর।




সূত্র

কোন মন্তব্য নেই