স্থগিতই থাকছে খালেদার জামিন, ২৪শে জুন ফের শুনানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্থগিতই থাকছে খালেদার জামিন, ২৪শে জুন ফের শুনানি




বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টে দেয়া জামিন স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধিন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ২৪শে জুন এ বিষয়ে শুনানির দিনও ধার্য করেছেন আদালত। কুমিল্লায় দুই মামলায়  খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে এ আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।


উল্লেখ্য কুমিল্লায় দায়ের করা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিনের  বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শুরু হয় সকাল ১০টায়।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়।
এর আগে গত ২৮ মে দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের ওপর ২৯ মে চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে জামিন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ স্থগিত হওয়া দুটি জামিনের ওপর শুনানি হয়। 


সূত্র
 

কোন মন্তব্য নেই