কঙ্গোতে নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কঙ্গোতে নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু




আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বুধবার রাতে ঐ নৌকাডুবির ঘটনা ঘটে।



আফ্রিকার দেশটিতে যাতায়াত ব্যবস্থার কিছুমাত্র হল রেল ও সড়ক। পানিপথে চলাচল এখানে বেশি হয়। অত্যাধিক যাত্রী নিয়েও ফেরি সার্ভিস চালানো হয়ে থাকে। দেশটির জলপথ পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে মনকোটো শহর থেকে মাবানডাকা যাওয়ার পথে নৌকাটি ডুবে গেছে।



এই অঞ্চলটি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী প্রাণ বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন। অনেকের মৃত্যু হচ্ছে। ইবোলার মতো মহামারি থামাতে বিভিন্ন সংস্থা কাজ চালালেও এই রোগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।


TE

কোন মন্তব্য নেই