খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খিলক্ষেতে বিআরটিসির বাস ডিপোতে আগুন



রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে আগুন লেগেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। তবে সর্বশেষ রাত আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও ইউনিট প্রস্তুত রয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানাতে পারেননি তিনি।


TE

কোন মন্তব্য নেই