গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাবি শিক্ষক নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাবি শিক্ষক নিহত




নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে জেলার শিবপুরে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আতাউর রহমান বাড়িতে একাই বসবাস করতেন। বিকেলে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা এসে দেখেন আতাউর রহমানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।



গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


TE

কোন মন্তব্য নেই