সেপটিক ট্যাংকে নারীর মরদেহ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেপটিক ট্যাংকে নারীর মরদেহ



পিরোজপুরে নিখোঁজের ৩ দিন পরে একটি মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে আয়শা আক্তার (২৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামের স্থানীয় ভোরা দাখিল মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে সোমবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আয়শা পোরগোলা গ্রামের মৃত শাহজাহান শেখের মেয়ে।



পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, সোমবার রাতে স্থানীয়রা ভোরা দাখিল মাদরাসার সেফটি ট্যাঙ্ক থেকে পঁচা মানুষের গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আয়শার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেছিয়ে হত্যা করে মরদেহ গুম করার উদ্যেশে মাদরাসার সেফটি ট্যাঙ্কে ফেলে রাখা হয়েছে। উদ্ধার হওয়া আয়শা শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


TE

কোন মন্তব্য নেই