রাজশাহীতে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি




রাজশাহীতে হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। বর্ষাঋতুতে হঠাৎ এমন তাপমাত্রা বৃদ্ধিতে আতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। হালকা বৃষ্টির মাঝে দেখা মিলছে তিব্র গরমের।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সহকারী পর্যবেক্ষক আনোয়ারা খাতুন বলেন, রাজশাহীতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল হঠাৎ করে তা আজ একটু বেড়ে যায়। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির ফলে খেটে খাওয়া ও পথচারিরা মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষাকলে এমন তাপমাত্রায় জীবন-জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ গরম উপেক্ষা করে কাজ করছেন।

কোন মন্তব্য নেই