ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হচ্ছেন নিয়মিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হচ্ছেন নিয়মিত

ঢাকা-সাভার মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড। চার লেন সড়কের মাঝে প্রায় চার ফুটের সড়ক বিভাজকপ্রাচীর। রয়েছে পদচারী-সেতুও। কিন্তু সময়ের কাছে জীবনের দাম যে খুবই কম, কিছু অসচেতন মানুষই তার প্রমাণ। ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হচ্ছেন নিয়মিত। তাঁদের কাছে শিশু-নারীদের নিয়েই প্রাচীর টপকে পার হওয়া যেন ব্যাপারই না। শুক্রবারের তোলা ছবি।
দূরপাল্লার বাস থেকে নেমেই সড়ক বিভাজকের প্রাচীর টপকে পার হচ্ছেন একটি পরিবারের সদস্যরা। দূরপাল্লার বাস থেকে নেমেই সড়ক বিভাজকের প্রাচীর টপকে পার হচ্ছেন একটি পরিবারের সদস্যরা।

বিভাজকের ওপর দিয়ে পারাপার হতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বিভাজকের ওপর দিয়ে পারাপার হতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

শিশু-নারীদের নিয়েই প্রায় চার ফুটের সড়ক বিভাজন প্রাচীর টপকে পার হওয়া যেন ব্যাপারই না। শিশু-নারীদের নিয়েই প্রায় চার ফুটের সড়ক বিভাজন প্রাচীর টপকে পার হওয়া যেন ব্যাপারই না।
ব্যস্ত মহাসড়কে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।ব্যস্ত মহাসড়কে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

হেমায়েতপুর মোড়ে উল্টো পথে চলছে মোটরসাইকেল। হেমায়েতপুর মোড়ে উল্টো পথে চলছে মোটরসাইকেল।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনো ট্রাকের বডিতে লাগানো রয়েছে লোহার ধারালো হুক। মহাসড়কেও চলছে হরহামেশা।নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনো ট্রাকের বডিতে লাগানো রয়েছে লোহার ধারালো হুক। মহাসড়কেও চলছে হরহামেশা।
এক দৌড়েই রাস্তা পার।এক দৌড়েই রাস্তা পার।
সূত্র: প্রথম আলো

কোন মন্তব্য নেই