আফগানিস্তানে ৬ জঙ্গি নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফগানিস্তানে ৬ জঙ্গি নিহত



যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ৬ জঙ্গি নিহত হয়েছেন। নিহত ৬ জঙ্গি ইসলামিক স্টেট-খোরাসানের সঙ্গে যুক্ত ছিল বলে খবরে বলা হয়। তবে তালেবানের সঙ্গে ওই জঙ্গিদের যোগসাজশ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিহত জঙ্গিরা সকলে ইসলামিক স্টেট-খোরাসানের সঙ্গে যুক্ত ছিল। আফগান সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, নাঙ্গাহারের দেহ বালা জেলায় অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

 

শুক্রবারের সেই অভিযানে কমপক্ষে দু’টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। সেই অভিযানে ওই ছয় জঙ্গির মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়মিত আফগানিস্তানের মাটিতে জঙ্গি দমন অভিযান চালিয়ে আসছে। বিভিন্ন সময়ে তাদের ড্রোন হানায় ইসলামিক স্টেট, তালিবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা প্রাণ হারিয়েছে।

কোন মন্তব্য নেই