মালয়েশিয়ায় উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী আনোয়ার ইব্রাহিম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ায় উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী আনোয়ার ইব্রাহিম



মালেশিয়ায় ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম দেশটির দক্ষিণাঞ্চলের পোর্ট ডিকসনের সংসদীয় আসনের উপনির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি আরো এগিয়ে গেলেন। দেশটির মূলধারার রাজনীতিতে আবার শুরু হবে আনোয়ার যুগ।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার ইব্রাহিম ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।



চলতি বছরের মে মাসে নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি। মূলত তিনি আনোয়ার ইব্রাহিমকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই পদত্যাগ করেন।এরপর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম। আনোয়ার ইব্রাহিমের এ বিজয় তাকে মাহাথির মোহাম্মদের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই