রাজশাহীতে বিস্ফোরক মামলায় পাঁচ জনের ১০ বছর কারাদণ্ড
রাজশাহীতে বিস্ফোরক মামলায় পাঁচ জনের দশ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ মামলার রায় ঘোষণা করেন। আসামী পক্ষ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ১৪ পাতার এ রায় পড়ে শোনান তিনি। মামলার রায় ঘোষনার সময় অভিযুক্ত ১৯ জন আসামীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫ জনকে ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের সংশোধনী ২০০২ এর ৩ ধারায় দোষী সাব্যস্ত করে দশ বছর করে স্বশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
বাকী ১৪ জনের বিরুদ্ধে জোরালো প্রমাণ না থাকায় তাদের খালাস দেয়া হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে সেতাউর রহমান, ভুর উদ্দীন এর ছেলে শরিফুল ইসলাম, জিল্লার রহমানের ছেলে মিনাল, শাহ্ আলমের ছেলে ইয়াছিন আরাফাত, কানসাটের মৃত জিল্লার রহমানের ছেলে রবিউল ইসলাম।
দুপুরে এ রায় সম্পর্কে রাষ্ট্র পক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, শিবগঞ্জের সংসদ সদস্য গোলাম রাব্বানির বাসায় অগ্নিসংযোগ এবং তার যাত্রাপথে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করার অভিযোগ এনে যে মামলা করা হয়েছিলো, সেই মামলারই আজ রায় প্রদান করা হয়েছে। আসামীদের পাঁচ জনকে সাজা প্রদান করা হয়েছে। সাক্ষ্য প্রমানের অভাবে বাকিদের বিচারের সম্মুখিন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আসামী পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বলেন, অত্র মামলায় কোনো সাক্ষি কোনো কথা বলেনি এবং আসামীরাও কোন কথা বলেনি। এটা সম্পূর্ণ মনগড়া রায়। সরকারকে খুশি করার জন্য এ রায় দেয়া হয়েছে। এরায়ে আসামিরা এবং আমি উভয়েই ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

কোন মন্তব্য নেই