প্রিমিয়ার ব্যাংক-দাদা ক্রেডিট কার্ড চুক্তি
সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কাযার্লয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং দাদা (ঢাকা) লিমিটেডের মধ্যে ক্রেডিট কাডর্ অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হয়।
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং দাদা (ঢাকা) লিমিটেডের পরিচালক মুসাই লী তাদের স্ব-স্ব কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং প্রতীকী কাডর্ হস্তান্তর করেন। চুক্তি অনুযায়ী, দাদার সকল কমর্কতাের্দর জন্য প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কাডের্র বাষির্ক ফি প্রথম ২ বছরের জন্য পুরোপুরি বিনামূল্যে দেয়া হবে এবং বছরে ১৫টি লেনদেন করলে ৩ বছর পর ক্রেডিট কাডর্ আজীবন বিনা খরচে প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই