অনেক অনেক জানার আছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনেক অনেক জানার আছে



প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

উত্তর : ‘কথোপকথন’

প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?

উত্তর : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 

প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম কবি?

উত্তর : শাহ মুহাম্মদ সগীর

প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?

উত্তর : ইউসুফ-জুলেখা

প্রশ্ন : মঙ্গলকাব্যের ধারার অন্যতম কবি?

উত্তর : মুকুন্দরাম

প্রশ্ন : বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন : ‘কথোপকথন’ এর রচয়িতা কে?

উত্তর : উইলিয়াম কেরি

প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

উত্তর : নীল দপর্ণ

প্রশ্ন : কোরআন শরিফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?

উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন

কোন মন্তব্য নেই