বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি



প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।
১. তটিনী শব্দের অথর্ কী? 

ক. সাগর 

খ. মহাসাগর 

গ. নদী 

ঘ. সলিল 

উত্তর : গ. নদী 

২. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ঐ ধ্বনির সৃষ্টি হয়? 

ক. ও এবং ই 

খ. এ এবং ই 

গ. ঐ এবং ই 

ঘ. উ এবং ই 

উত্তর : ক. ও এবং ই 

৩. সুন্দর মানুষকে নিজের দিকে টানে-এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?



ক. অব্যয় 

খ. সবর্নাম 

গ. বিশেষণ 

ঘ. বিশেষ্য 

উত্তর : ঘ. বিশেষ্য 

৪. গোফখেজুরে কোন সমাস?

ক. মধ্যপদলোপী বহুব্রীহি 

খ. ব্যতিহার বহুব্রীহি 

গ. দ্বিগু 

ঘ. ব্যধিকরণ বহুব্রীহি 

উত্তর : ক. মধ্যপদলোপী বহুব্রীহি 

৫. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? 

ক. একক 

খ. একত্র 

গ. একাকিত্ব 

ঘ. একত্রিত 

উত্তর : ঘ. একত্রিত 

৬. কোন বানানটি শুদ্ধ?

ক. সংসপ্তক 

খ. সংশপ্তক 

গ. শংসপ্তক 

ঘ. শংশপ্তক

উত্তর : খ. সংশপ্তক 

৭. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 

ক. ৫টি 

খ. ৬টি 

গ. ৮টি 

ঘ. ৭টি 

উত্তর : ঘ. ৭টি 

৮. খিদে কোন ধরনের শব্দ?

ক. তৎসম 

খ. তদ্ভব 

গ. দেশি 

ঘ. অধর্-তৎসম 

উত্তর : ঘ. অধর্-তৎসম 

৯. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কতার্ দেখা যায়? 



ক. এক 

খ. দুই 

গ. তিন 

ঘ. চার 

উত্তর : ক. এক 

১০. উগ্র এর বিপরীত শব্দ? 

ক. মেজাজ 

খ. চপল 

গ. বিজ্ঞ 

ঘ. সৌম্য

উত্তর : ঘ. সৌম্য

১১. ঞ্জ বণির্ট কোন কোন বণের্র সমষ্টি? 

ক. জ,ঙ 

খ. ঞ,জ 

গ. ঞ,ণ 

ঘ. ন,জ 

উত্তর : খ. ঞ,জ 

১২. কোনটি পারিভাষিক শব্দ?

ক. কলেজ 

খ. রেডিও 

গ. নথি 

ঘ. অক্সিজেন 

উত্তর : গ. নথি

কোন মন্তব্য নেই