রামপাল প্রকল্প বন্ধের দাবিতে বৈশ্বিক সংহতি কর্মসূচি
রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনের জন্য হুমকি হতে পারে- এমন সকল বাণিজ্যিক তৎপরতা বন্ধের দাবিতে আগামী ১০ নভেম্বর বিশ্বজুড়ে ‘সুন্দরবনের জন্য বৈশ্বিক সংহতি’ পালনের কর্মসূচির ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার রাজধানীর পুরানা পল্টন মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল বাণিজ্যিক তৎপরতা বন্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলের কাছে সুন্দরবন রক্ষায় রামপালসহ বিভিন্ন বিষাক্ত প্রকল্প বন্ধের দাবিকে তাদের নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জাতীয় কমিটি।
এসব দাবিতে অক্টোবর-নভেম্বর মাসে জনসংযোগ, প্রচার ও বিভিন্ন অঞ্চলে সভার নতুন কর্মসূচির পাশাপাশি আগামী ১০ নভেম্বর, নূর হোসেন দিবসে, বাংলাদেশসহ বিশ্বজুড়ে ‘সুন্দরবনের জন্য বৈশ্বিক সংহতি’ কর্মসূচি পালনের ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
উপস্থিত ছিলেন- জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সংগঠক রুহিন হোসেন প্রিন্স, টিপু বিশ্বাস, বজলুর রশীদ ফিরোজ, নজরুল ইসলাম, বহ্নি শিখা জামালী, প্রকৌশলী কল্লোল মোস্তফা, জাহাঙ্গীর আলম ফজলু, শামসুজ্জোহা, নাসিরউদ্দিন নসু, মহিন উদ্দিন চৌধুরী লিটন, শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

কোন মন্তব্য নেই