রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩


রাশিয়ায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। মস্কো থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।

আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদিম লেভাসিন বলেন, একটি মিনিবাসের সঙ্গে একটি বড় বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তেভেরা শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

লেভাসিন জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছে।


জরুরি মন্ত্রণালয় এবং স্থানীয় ট্রাফিক পুলিশ জানিয়েছে, লিয়াস বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ফর্ড মিনিবাসের যাত্রীরা নিহত হয়েছে।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। আঞ্চলিক গভর্নর ইগোর রুদেনিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোন মন্তব্য নেই