টঙ্গীতে শিশির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টঙ্গীতে শিশির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ



টঙ্গীতে শিশির (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশির গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার মো. জাকারিয়ার ছেলে।

নিহত শিশিরের স্ত্রী হেলেনা বলেন, শিশির মিলগেট এলাকায় সিরামিক্সের কারখানায় কাজ করতেন। দুই দিন আগে শিশিরের মা বাসায় আসেন। আমাকে (স্ত্রী) নিয়ে শিশিরের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে শিশির গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। 


তবে এলাকাবাসী বলছেন, এটি আত্মহত্যা নয়। কেউ তাকে রাতে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। শিশিরের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ রয়েছে।

পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

কোন মন্তব্য নেই