নিজ কোম্পানির ২০ লাখ শেয়ার কিনবেন এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা সোহেলা হোসাইন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিজ কোম্পানির ২০ লাখ শেয়ার কিনবেন এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা সোহেলা হোসাইন



নিজ কোম্পানির ২০ লাখ শেয়ার কিনবেন এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা সোহেলা হোসাইন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ঘোষণা অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে।


এদিকে, অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা। তা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।


ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে। এছাড়াও সংশোধন করতে হবে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধি। এ লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এনসিসি ব্যাংক। ওই দিন সকাল ১১টায় ইস্কাটনের পুলিশ কনভেনশন সেন্টারে সভাটি অনুষ্ঠিত হবে।

 

এজন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংক কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৮০ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৬১ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, যা আগের বছর একই সময়ে ছিল ৪২ পয়সা। ৩০ জুন ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২০ টাকা ৩৮ পয়সায়


২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছ ব্যাংকটি। গেল বছর কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৪৬ পয়সায়।


২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এনসিসি ব্যাংক। সে হিসাব বছরে এর ইপিএস হয় ২ টাকা ৩৫ পয়সা।

 

২০১৫ হিসাব বছরের জন্য ১২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পান এ ব্যাংকের শেয়ারহোল্ডাররা।

২০০০ সালে শেয়ারবাজারে আসা এনসিসি ব্যাংকের পরিশোধিত মূলধন ৮৮৩ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভ ৮৩৫ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৯ দশমিক ৩৭ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৮ দশমিক ১৮, বিদেশী বিনিয়োগকারী ১ দশমিক ৪৩ ও বাকি ৪১ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

কোন মন্তব্য নেই