কানাডা ফাইভজি অবকাঠানো নির্মাণে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবহারের ঘোষণা দিয়েছে
কানাডা ফাইভজি অবকাঠানো নির্মাণে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবহারের ঘোষণা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির দুজন গুরুত্বপূর্ণ সিনেটর চীনা প্রতিষ্ঠানটির টেলিকম সরঞ্জাম বয়কট করতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স।
কানাডার ফাইভজি অবকাঠামো খাতে হুয়াওয়ের সরঞ্জামের ব্যবহার ঠেকাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির সিনেটর মার্ক ওয়ার্নার ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির সিনেটর মার্কো রুবিও গত শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে হুয়াওয়ের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ট্রুডোর কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, টেলিযোগাযোগ খাতের নিরাপত্তার ক্ষেত্রে কানাডা শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে এ খাতটিতে হুয়াওয়ের প্রবেশাধিকার নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।
কারণ কানাডার টেলিকম খাতে হুয়াওয়ের প্রবেশাধিকার থাকলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর জন্য হুমকির কারণ হতে পারে।
মার্ক ওয়ার্নার ও মার্কো রুবিও সিনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের দায়িত্বে রয়েছেন। এ দুজন সিনেটর চীনের কড়া সমালোচক।
গত মাসে হুয়াওয়ে কানাডা জানায়, ২০০৮ সাল থেকে তারা কানাডা সরকারের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে আসছে। কাজেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ হুয়াওয়ের চিপ ও নেটওয়ার্কিং সরঞ্জামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। গত আগস্টে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের ফাইভজি ওয়্যারলেস অবকাঠানো নির্মাণে চীনা টেলিকম সরঞ্জাম নির্মাতাদের সুযোগ দেয়া হবে না।
এর কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার হুমকির কথা বলা হলেও স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।
গত মাসে কানাডার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও তাদের ফাইভজি নেটওয়ার্ক পরিকল্পনায় হুয়াওয়েকে নিষিদ্ধ করা হচ্ছে না। এর কারণ হিসেবে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী বলে দাবি করেছে কানাডা।
বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্কিং সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে অস্ট্রেলিয়া তাদের নেটওয়ার্কিং সরঞ্জামের ব্যবহার নিষিদ্ধ করেছে। হুয়াওয়ে বরাবরই দাবি করে আসছে, কোনো দেশের গোয়েন্দা সংস্থার পক্ষে তারা কাজ করে না।

কোন মন্তব্য নেই