দিনাজপুরে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দিনাজপুরে অস্ত্রসহ জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার


অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন- আব্বাস আলী (৭০), আব্দুর রহমান বাবু (৩০) ও আব্দুর রহমান পিন্টু (২৩)। দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার ভোরে শহরের রাজবাড়ির সুখসাগরের পূর্বপাড়ে নাশকতা পরিকল্পনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা উত্তরবঙ্গের জেএমবির সামরিক কমান্ডার রাজিব গান্ধি ওরফে জাহাঙ্গিরের সহযোগী।
এছাড়াও হলি আর্টিজান হামলা, ইতালীয় নাগরীক পিয়েরো পারোলারী হত্যার চেষ্টা ও কাহারোলে ইসকন মন্দিরে হামলার তালিকাভূক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান বোমা বানানোর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই