নির্বাচনে চাচা–ভাতিজির লড়াই! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচনে চাচা–ভাতিজির লড়াই!

বাংলাদেশের একাদশ সংসদ সাধারণ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর । একে ‘চাচা-ভাতিজির’ লড়াই হিসেবে উল্লেখ করেছে ভারতের এক বাংলা পত্রিকা।

বৃহস্পতিবার ‘কাকা–ভাইঝি’‌র লড়াই হতে চলেছে বাংলাদেশে’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে আজকাল পত্রিকা জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, কাকা বলে ডাকেন তাকে। তিনি ঘটনাচক্রে, শেখ হাসিনার বাবা শেখ মুজিবর রহমানের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের এক সহযোদ্ধাও বটে। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় লড়াইও করেছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে। সেই অক্সফোর্ড ফেরত আন্তর্জাতিক আইনজীবী ড. কামাল হোসেনের গড়া জোটের বিরুদ্ধেই হাসিনার আওয়ামী লীগের মূল লড়াই হতে চলেছে। যদিও নির্বাচনে তিনি নিজে অংশ নিচ্ছেন না।

নির্বাচনে জয় পেতে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’‌র সঙ্গে হাত মিলিয়েছেন কামাল হোসেন। তার দাবি, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাদের জোটের ক্ষমতায় আসা প্রয়োজন।

অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।



৮২ বছর বয়সী কামাল হোসেন সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘‌গত পাঁচ বছর ধরে এই দেশে যা চলছে তা সম্পূর্ণ অনভিপ্রেত।’‌

তবে এই বৃদ্ধ বয়সে এসে সবসময় হাতে লাঠি নিয়ে চলা কামাল হোসেন প্রধানমন্ত্রী হতে চান না।

তিনি বলেন, ‘‌আমাদের জোটের অনেকেই আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ব্যক্তিগতভাবে। মালয়েশিয়ার মহাথির মুহম্মদ ৯২ বছর বয়সে যেমন এই বছর ওই দেশের প্রধানমন্ত্রী হলেন, এই ব্যাপারটাও অনেকটা তেমনই।’‌‌‌

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়। এই দলের নেতৃত্বে রয়েছেন ড. কামাল হোসেন। এই দলের নেতারা এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এ নির্বাচনে অংশ নিচ্ছেন না কামাল হোসেন।



সূত্র: আজকাল

কোন মন্তব্য নেই