আজ ২০ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ২০ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল



ঘটনা


  • ১৭১৯ – সু্ইডেন ও হ্যানোভার শান্তি চুক্তি করে।
  • ১৮১৫ - ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে ‘দ্বিতীয় প্যারি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
  • ১৮১৮ - ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধের জন্য স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৭৩ - বিরোধপূণ্য নগরী বুদা এবং পেস্টকে একসঙ্গে বুদাপেস্ট নামকরণ কে হাঙ্গেরীর রাজধনী ঘোষনা করা হয়।
  • ১৯১৭ - ইউক্রেনকে রিপাবলিক ঘোষণা করা হয়।
  • ১৯১৭ - বৃটিশ ট্যাংক বহর উত্তর ফ্রান্সের ক্যামব্রিতি শহরে লড়াইয়ের পর জার্মানীর সেনাবাহিনীর সমর রেখা ভেদ করে।
  • ১৯১৭ - কলকাতায় বোস রিচার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২০ - ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ইরাকী জনগণের আন্দোলন ব্যর্থ হয়ে যায়।
  • ১৯৪৫ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় হত্যাকান্ড চালানোর দায়ে ২৪ জন পদস্থ নাৎসী কর্মকর্তার বিচার জার্মানীর নুরেনবার্গে শুরু হয়।
  • ১৯৫০ - কোরিয়ার যুদ্ধে চীন ও মার্কিন সৈন্যদের মধ্যে প্রথমবার মুখোমুখি সংঘর্ষ হয়।
  • ১৯৫৯ - জাতিসংঘ শিশু অধিকারের সনদ গ্রহণ করে।
  • ১৯৬২ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।
  • ১৯৭৫ - পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলা মুক্তি লাভ করে।
  • ১৯৮৫ - রাজকন্যা এলিজাবেথ এবং লেঃ ফিলিপ মাউন্টব্যাটনের বিবাহ হয়।
  • ১৯৮৯ - জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শিশু অধিকার সনদ গৃহীত হয়।



জন্ম

  • টিপু সুলতান (১৭৫০-১৭৯৯)  টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি বীরত্ব সহকারে যুদ্ধ করেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন। ভারতের স্বাধীনতামাকীতার জন্য ভারতের বীরপুত্র বলা হয়।



মৃত্যু


  • বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯)  বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।

কোন মন্তব্য নেই