প্রধানমন্ত্রী, আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধানমন্ত্রী, আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন


বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের চিকিৎসা খরচ বহনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আমজাদ হোসেনের পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, বাবার অসুস্থতার খবর পত্রিকায় পড়ে সকালবেলা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর আমাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ‘আমজাদ হোসেন দেশের গর্ব, তার চিকিৎসার খরচ রাষ্ট্র বহন করবে। দেশে হোক আর বিদেশে হোক, তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সোহেল আরমান আরও বলেন, ‘এখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই বাবার চিকিৎসার সব কাগজপত্র দেখে তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, যদি বিদেশে নিতে হয়- সেটারও ব্যবস্থা করতে।

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি নিজ থেকেই পত্রিকায় খবর পড়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।

গত রোববার ব্রেন স্ট্রোক করেছেন আমজাদ হোসেন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই