উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতিতে গতকাল রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বালক ও বালিকা একক ও দ্বৈতে ২টি করে মোট ৮টি খেলা অনুষ্ঠিত হয়। বালক এককের সেমিফাইনাল শুরু হয় সকাল ১০ টায়। ভারতের আরিয়ান জাভেরী স্বদেশের আদিত্য বিশাল বালসেকরকে ৭-৬(৭), ৬-১ সেটে, ভারতের কুশান শাহ স্বদেশের উদয় বীর সিংকে ৬-১,৫-৭,৬-২ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। বালিকা এককে চীনের তিয়ানমি মি স্বদেশের জিয়াওআন জুকে ৬-১, ৬-৪ সেটে, চীনের জিজান জিয়াং স্বদেশের ইফান সানকে ৬-২,৭-৬, (৭) সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। বালক দ্বৈতে ভারতের তেজস্বী আর মেহেরা ও আরিয়ান জাভেরী স্বদেশী রোহান শ্রীমাস্তভা ও আদিত্য বিশাল বালসেকরকে ৬-৪,৫-৭,১০-৪ সেটে, ভারতের ঈশান সেঠি ও কুশান শাহ চীনের চেন লিয়াং ও চাইনিজ তাইপের হুং জু উ কে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। বালিকা দ্বৈতে চীনের ইফান সান ও জিওয়ান জু ভারতের ঈসিতা সিং ও চীনের তিয়ানমি মি কে ৬-২, ৬-২ সেটে, চীনের জিজান জিয়াং ও উজিয়া মা, চাইনিজ তাইপের চেন চেন লিয়াও এবং ই চিন উকে ৬-৩,৭-৫ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। আজ সকাল ১০ টায় ফাইনাল খেলা শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ ফাইনাল, রাজশাহীতে জুনিয়র টেনিসের সেমিফাইনাল অনুষ্ঠিত
Reviewed by Times Express
on
নভেম্বর ১৭, ২০১৮
Rating: 5
কোন মন্তব্য নেই