রাজশাহীতে গাছে বাসের ধাক্কা নিহত ২
রাজশাহীর পবা উপজেলার হরিপুরে একটি ঢাকা কোচ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনায় নিহতরা হলেন, বাসের সহকারি শওকত আলী (৩০) এবং সুপারভাইজার আব্দুল হালিম (৪৩)। এ দুর্ঘটনায় নয় বাসযাত্রী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দামকুড়া ওসি আব্দুল লতিফ। নিহতদের শওকত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে এবং হালিমের বাড়ি রাজশাহী নগরের ভেড়িপাড়া এলাকায়।
তিনি জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের সহকারি শওকত আলী। পরে পুলিশ ও দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের সুপারভাইজার আব্দুল হালিম।

কোন মন্তব্য নেই