রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মাছ চাষী রনি সরকারের পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি গ্রামের মাছ চাষী রনি সরকারের পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।
দীর্ঘদিন ধরে নিজের ও অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন আটঘরি গ্রামের সূর্য্য সরকারের ছেলে মাছচাষী রনি সরকার। সে নিজের এলাকা ছাড়াও শ^শুরের এলাকা নওগাঁ জেলার মান্দা উপজেলাতেও মাছের চাষ করেন। তিন বছর আগে লিজ নেয়া একটি পুকুরে বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের সাথে জালে উঠে আসে বিরল প্রজাতির এই মাছ। মাছটি দেখতেও চমৎকার আকৃতির এবং বিভিন্ন রঙ্গে রঞ্জিত। এই প্রথম চোখে পড়ে এমন প্রকৃতির মাছ।
বিরল মাছটিকে নিয়ে শুরু হয় সেলফি তোলা। অনেকেই ওই মাছটি হাতে নিয়ে ছবিও উঠিয়েছেন। পরে মাছটি আরো বড় করার জন্য পুকুরে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মাছচাষী রনি জানান, তার ওই পুকুরে তিন বছর ধরে মাছের চাষ করছেন। কিন্তু কোন দিনই ওই ধরা পড়েনি এমন প্রকৃতির মাছ। হঠাৎ বৃহস্পতিবার জালে উঠে আসে মাছটি। ওই মাছটির গায়ে ডোরাকাটা দাগ। মাছটির মাথার উপর রয়েছে দুটি চোখ। এর মুখের অবস্থান মাথার একেবারের নিচের অংশে। শুধু তাই নয়, মাছটির দেহ খুবই ধারালো ও শক্ত, মুখটি দেখতে অনেক খানি কাতল মাছের মতই। কিন্তু নির্ধারণ করতে পারলেন না এটা কি মাছ।
তিনি বলেন, এই মাছ কখনো পুকুরে ছাড়াও হয়নি। তবে একবার নদীর পোনা ছেড়েছিলেন ওই পুকুরে। ওই পোনার মধ্যেই হয়তবা ছিল সেই মাছটি।
মাছটি নিয়ে কৌতুহল বসত অনেক প্রবীন ব্যক্তিদেরও দেখানো হয়েছে, তারাও সঠিক কোন নাম বলতে পারেনি। তবে আকৃতি দেখে কেউ বলেছেন হেলিকপ্টর মাছ, কেউ টাইগার ট্যাংরা, আবার কেউ নাম দিয়েছে রকেট মাছ।
দীর্ঘদিন ধরে নিজের ও অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন আটঘরি গ্রামের সূর্য্য সরকারের ছেলে মাছচাষী রনি সরকার। সে নিজের এলাকা ছাড়াও শ^শুরের এলাকা নওগাঁ জেলার মান্দা উপজেলাতেও মাছের চাষ করেন। তিন বছর আগে লিজ নেয়া একটি পুকুরে বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের সাথে জালে উঠে আসে বিরল প্রজাতির এই মাছ। মাছটি দেখতেও চমৎকার আকৃতির এবং বিভিন্ন রঙ্গে রঞ্জিত। এই প্রথম চোখে পড়ে এমন প্রকৃতির মাছ।
বিরল মাছটিকে নিয়ে শুরু হয় সেলফি তোলা। অনেকেই ওই মাছটি হাতে নিয়ে ছবিও উঠিয়েছেন। পরে মাছটি আরো বড় করার জন্য পুকুরে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মাছচাষী রনি জানান, তার ওই পুকুরে তিন বছর ধরে মাছের চাষ করছেন। কিন্তু কোন দিনই ওই ধরা পড়েনি এমন প্রকৃতির মাছ। হঠাৎ বৃহস্পতিবার জালে উঠে আসে মাছটি। ওই মাছটির গায়ে ডোরাকাটা দাগ। মাছটির মাথার উপর রয়েছে দুটি চোখ। এর মুখের অবস্থান মাথার একেবারের নিচের অংশে। শুধু তাই নয়, মাছটির দেহ খুবই ধারালো ও শক্ত, মুখটি দেখতে অনেক খানি কাতল মাছের মতই। কিন্তু নির্ধারণ করতে পারলেন না এটা কি মাছ।
তিনি বলেন, এই মাছ কখনো পুকুরে ছাড়াও হয়নি। তবে একবার নদীর পোনা ছেড়েছিলেন ওই পুকুরে। ওই পোনার মধ্যেই হয়তবা ছিল সেই মাছটি।
মাছটি নিয়ে কৌতুহল বসত অনেক প্রবীন ব্যক্তিদেরও দেখানো হয়েছে, তারাও সঠিক কোন নাম বলতে পারেনি। তবে আকৃতি দেখে কেউ বলেছেন হেলিকপ্টর মাছ, কেউ টাইগার ট্যাংরা, আবার কেউ নাম দিয়েছে রকেট মাছ।

কোন মন্তব্য নেই