দেশে প্রথম জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে প্রথম জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ



কক্সবাজারের টেকনাফে সোলার পার্ক বিদ্যুৎ খাতে দেশে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড নামে এ সোলার পার্ক থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় সঞ্চালন গ্রিডে যোগ হচ্ছে ২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সোলার পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন। এর মধ্যদিয়ে টেকনাফের ১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করে জাতীয় সঞ্চালন গ্রিডেও সরবরাহ করা হচ্ছে। তবে এ প্রকল্প থেকে দিনের বেলায় সৌর বিদ্যুৎ পাওয়া গেলেও রাতের বেলায় বিদ্যুৎ ধরে রাখার কোন ব্যবস্থা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা নেয় সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশের সর্ব দক্ষিণে সীমান্ত উপজেলা টেকনাফ নাফ নদীর তীরে স্থাপন করা হয়েছে দেশের বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। নাফ নদীর তীরে ১১৬ একর জমিতে সারি সারি করে বসানো হয়েছে ৮৭ হাজার সৌর প্যানেল। প্যানেলগুলোর মাঝখানে পাঁচটি সাব-স্টেশন থেকে উৎপাদিত হচ্ছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। সূর্যের তাপ থেকে উৎপাদিত এ ২০ মেগাওয়াট বিদ্যুৎ এখন জাতীয় সঞ্চালন গ্রিডে সরবরাহ করা হচ্ছে। টেকনাফের চাহিদাও মিটছে এ বিদ্যুৎ থেকে। টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড নামে এই সৌর বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করেছে জুলস পাওয়ার লিমিটেড। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেয়া পরিকল্পনার মধ্যে টেকনাফ সোলার পার্কটি প্রথম সফলতা মুখ দেখেছে। যা এ অঞ্চলের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করছে। সোলার প্যানেলের মাধ্যমে যে বৃহৎ আকারে বিদ্যুৎ উৎপাদন সম্ভব এটি তার বাস্তব উদাহরণ বলে জানালেন জুলস পাওয়ার লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার মিজানুর রহমান ।
সোলার টেকনোলজি এন্ড সলিউশন্স এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, দীর্ঘ আট মাসের অক্লান্ত পরিশ্রমের পর সোলারল্যান্ড
বাংলাদেশ ২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি দক্ষতার সাথে জুলস পাওয়ার লিমিটেডকে হস্তান্তর করতে সক্ষম হয়েছে। যা এখন ন্যাশনাল গ্রিডে সফলভাবে সরবরাহ হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড থেকে উৎপাদিত বিদ্যুৎ টেকনাফে ১২ মেগাওয়াট চাহিদা পূরণ করে জাতীয় সঞ্চালন গ্রিডেও সরবরাহ করার কথা জানালেন কঙবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, এ প্রকল্প হতে শুধুমাত্র দিনের বেলায় বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু রাতের বেলায় বিদ্যুৎ ধরে রাখার প্রযুক্তি এখানে সংযুক্ত করা হয়নি।
কঙবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, পর্যটন জেলা কঙবাজারে নিরবচ্ছন্ন বিদ্যুতায়নে নবায়নযোগ্য আরো প্রকল্পের পরিকল্পনা আছে সরকারের। এমন পরিকল্পনা নিয়ে বেসরকারিভাবে কেউ এগিয়ে আসলে সহায়তা দেবার কথা জানালেন তিনি।
উল্লেখ্য, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন কোম্পানির আওতায় ৩৪টি সোলার পার্ক বা সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করে সরকার। ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্যদিয়ে প্রথম বাস্তবায়িত হলো টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড।

কোন মন্তব্য নেই