চট্টগ্রামে পৌঁছেছে মনোনয়নপত্র প্রথম দিনে নেননি কেউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রামে পৌঁছেছে মনোনয়নপত্র প্রথম দিনে নেননি কেউ



একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছেছে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র। প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের জন্য প্রস্তুত চট্টগ্রাম জেলা প্রশাসকের (রিটার্নিং অফিসার) কার্যালয় এবং বিভাগীয় কমিশনার (রিটার্নিং অফিসার) কার্যালয়। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও চট্টগ্রামে গতকাল নির্বাচন কমিশনের মনোনয়নপত্র কেউ নেননি বলে জানা গেছে। এই ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন আজাদীকে বলেন, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০ আসনের প্রার্থীরা আমার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। অপর ৬টি আসনের প্রার্থীরা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করবেন।
সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি ঘোষিত সময়সূচি অনুযায়ী জেলা প্রশাসকের (রিটার্নিং অফিসার) কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের (সহকারী রিটার্নিং অফিসার) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। শুধুমাত্র সাতকানিয়ায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গতকাল ভোর রাতে নগরীর লাভলেইন এলাকায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনী যাবতীয় কাগজপত্র এসে পৌঁছেছে বলে জানান জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান। তিনি জানান, মনোনয়নপত্র, ফরম পূরণের নির্দেশিকা, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের রিটার্ন, হলফনামা, নির্বাচনী আচরণ বিধিমালাসহ প্রয়োজনীয় কাগজপত্র চট্টগ্রাম
অফিসে পৌঁছেছে। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২২ নভেম্বর এসব মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। এছাড়া ২৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে।
কোত্থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা : নগরীর কোতোয়ালী আসন, বন্দর-পতেঙ্গা আসন, ডবলমুরিং আসন, সীতাকুণ্ড, হাটহাজারী আসন ও বোয়ালখালী আসনের প্রার্থীরা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং অফিসার) অফিস থেকে মনোনয়ন নেবেন এবং জমা দেবেন। অন্যদিকে চট্টগ্রাম জেলার অপর ১০ আসনের প্রার্থীরা মনোনয়ন নেবেন এবং জমা দেবেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে।

কোন মন্তব্য নেই