কারওয়ান বাজারে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কারওয়ান বাজারে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে সবজির আড়তে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে আড়তের একটি শেডে আগুনের সূত্রপাত হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বলেন, সবজির আড়তের পাঁচটি শেডের মধ্যে দুটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীদের চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

কোন মন্তব্য নেই