ঝিনাইদহে জঙ্গি অভিযান, গ্রেপ্তার ১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঝিনাইদহে জঙ্গি অভিযান, গ্রেপ্তার ১

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার সকাল ৮টার দিকে শরাফত হোসেনের বাড়িতে এ অভিযান শুরু করে পৌনে ৯টার দিকে শেষ করা হয়। এর আগে ভোর ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, রাত তিনটা থেকে ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে। সকালে এলাকাবাসী র‌্যাবের উপস্থিতি দেখতে পায়। সকাল সাড়ে আটটার দিকে র‌্যাব ওই বাড়ির ভেতরে ঢোকে। নয়টার দিকে অভিযান শেষ করে আখতার হোসেনকে আটক করে।

গ্রেপ্তার আখতার হোসেন সাগর বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে। সে স্থানীয় কালুহাটী দাখিল মাদরাসার এবারের এসএসসি পরীক্ষার্থী।

কোন মন্তব্য নেই