রাজশাহীতে পরিচ্ছন্নতায় বিডিক্লিন, মেয়র লিটনের সাধুবাদ
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নে “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” স্লোগানে সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিণ। ২০১৬ থেকে বিডি ক্লিণের যাত্রা শুরু হয়। বাংলাদেশে মোট ৫০টি জেলায় বিডি ক্লিণ এর কার্যক্রম চলমান রয়েছে। এই আন্দোলনকে সার্থক করতে দেশজুড়ে “বিডি ক্লিণ”র ব্যানারে কাজ করে যাচ্ছেন ২০ হাজারেরও অধিক স্বেচ্ছাসেবী উদ্যোমী তরুণ।
তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও এর কার্যক্রম পরিচালনা করছে রাজশাহীর উদ্যোমী কিছু তরুণরা। বিডি ক্লিণ রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সহ বিভিন্ন ক্যাম্পাসভিত্তিক ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোয় বিডিক্লিন সদস্যদের সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার বিকেলে মহানগরীর সাহেব বাজার থেকে আলুপট্টি রাস্তায় ময়লা-আবর্জনা পরিস্কার-পরিছন্ন অভিযান চালাচ্ছিলেন বিডিক্লিনের সদস্যরা। বিষয়টি দেখতে পেয়ে মেয়র খায়রুজ্জামান লিটন তাৎক্ষনিক তাদের সাথে দেখা করেন। তাদের কার্যক্রমকে সাধুবাদ এবং ধন্যবাদ জানান। এ সময় বিডিক্লিনের সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।
বিডি ক্লিণ রাজশাহী’র বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব জানান, ২০১৮ সালের ২৬ অক্টোবর বিডি ক্লিণ রাজশাহী বিভাগে যাত্রা শুরু করে। যেখানে হাজারো তারুণ্যের স্বপ্ন একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ তথা রাজশাহী গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকরা সবুজ টি-শার্ট পরে একটি নিদির্ষ্ট স্থানে উপস্থিত হন এবং শপথ পাঠের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। মানুষকে সচেতন করেন। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করে ডাস্টবিন ব্যবহারে আগ্রহী করতে আহ্বান জানায় বিডি ক্লিণ রাজশাহী। ২০২১ সালে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেন দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে ঘোষণা দেয়া যায় এই মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও এর কার্যক্রম পরিচালনা করছে রাজশাহীর উদ্যোমী কিছু তরুণরা। বিডি ক্লিণ রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সহ বিভিন্ন ক্যাম্পাসভিত্তিক ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোয় বিডিক্লিন সদস্যদের সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার বিকেলে মহানগরীর সাহেব বাজার থেকে আলুপট্টি রাস্তায় ময়লা-আবর্জনা পরিস্কার-পরিছন্ন অভিযান চালাচ্ছিলেন বিডিক্লিনের সদস্যরা। বিষয়টি দেখতে পেয়ে মেয়র খায়রুজ্জামান লিটন তাৎক্ষনিক তাদের সাথে দেখা করেন। তাদের কার্যক্রমকে সাধুবাদ এবং ধন্যবাদ জানান। এ সময় বিডিক্লিনের সদস্যদের সাথে ফটোসেশনে অংশ নেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু প্রমুখ।
বিডি ক্লিণ রাজশাহী’র বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব জানান, ২০১৮ সালের ২৬ অক্টোবর বিডি ক্লিণ রাজশাহী বিভাগে যাত্রা শুরু করে। যেখানে হাজারো তারুণ্যের স্বপ্ন একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ তথা রাজশাহী গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় প্রতি শুক্রবার বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকরা সবুজ টি-শার্ট পরে একটি নিদির্ষ্ট স্থানে উপস্থিত হন এবং শপথ পাঠের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেন। মানুষকে সচেতন করেন। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করে ডাস্টবিন ব্যবহারে আগ্রহী করতে আহ্বান জানায় বিডি ক্লিণ রাজশাহী। ২০২১ সালে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেন দেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে ঘোষণা দেয়া যায় এই মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

কোন মন্তব্য নেই