স্টার ফ্রায়েড বিফ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্টার ফ্রায়েড বিফ






স্টার ফ্রায়েড বিফ চাইনিজ খাবার গুলোর মধ্যে অন্যতম। এতে থাকে সয়াসস তাই এর স্বাদটাও বৃদ্ধি পায়। তাছাড়া বিভিন্ন সবজি মেশানো হয় বিধায় এটা স্বাস্থ্যকরও বটে।


উপকরণ :

  • গরুর মাংসঃ ১ কাপ
  • সয়াসসঃ ৩ টেঃ চামচ
  • ফিশ সসঃ ২ চা চামচ
  • আদা কুচিঃ ২ চা চামচ
  • রসুন কুচিঃ ১ টেঃ চামচ
  • মরিচ গুঁড়াঃ ৩/৪ চা চামচ
  • সবজিঃ ৩ কাপ (গাজর, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম, ক্যাপসিকাম, ওলকপি, ফ্রেঞ্চবিন, পেঁপে,টমেটো)



প্রণালি :




  • মাংস ৪ সেমি লম্বা করে পাতলা স্লাইস করুন। সয়াসস ও ফিশ সস মাখিয়ে ১ ঘন্টা মেরিনেট করুন। মাংস ফ্রিজারে রেখে জমে আসলে পাতলা স্লাইস করতে সুবিধা হবে।
  • যে কোন ৩ রকমের সবজি ম্যাচস্টিকের মতো লম্বা করে কাটুন। বাঁধাকপি মোটা কুচি এবং ফুলকপি ও ব্রোকলির ফুল ছোট টুকরা করুন। সবজি ধুয়ে কুটে ৪-৫ কাপ নিয়ে পানি ঝরান।
  • কড়াই বা ফ্রাইংপ্যানে তেল দিয়ে মাংস, আদা ও রসুন দিন। মাঝারি আঁচে নেড়ে নেড়ে ভাজুন। ঢেকে আঁচ কমিয়ে দিন। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে কড়াই থেকে তুলে রাখুন।
  • কড়াইয়ের তেলে সবজি দিয়ে কড়াজ্বালে নেড়ে নেড়ে ৪-৫ মিনিট ভাজুন। স্বাদ অনুযায়ী লবণ দেখে নিবেন। মাংস দিয়ে ১০-১৫ সেকেন্ড ভেজে নামান।

কোন মন্তব্য নেই