সিম্ফনি মেগা ধামাকা অফারে বাইক জিতে নিলেন সাভারের ফরিদুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিম্ফনি মেগা ধামাকা অফারে বাইক জিতে নিলেন সাভারের ফরিদুল



‘সিম্ফনি মেগা ধামাকা অফার’ শিরোনামে আকর্ষণীয় একটি ক্যাম্পেইন চালু করেছে সিম্ফনি। গত ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন এর স্লোগান হচ্ছে, ‘হ্যান্ডসেট কিনুন, নিশ্চিত জিতুন!’ এরই মধ্যে বাংলাদেশ এর বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০ জনের মতো জিতে নিয়েছেন বিমান টিকেট এবং মোটর বাইক।
সিম্ফনি মেগা ধামাকা অফার এর তৃতীয় সপ্তাহে মিরপুরের শাহ আলী প্লাজা থেকে আই-৭৫ হ্যান্ডসেটটি কিনে মোটরবাইক জিতে নেন জনাব ফরিদুল ইসলাম। এছাড়াও সাভার থেকে আই৭৫ হ্যান্ডসেট কিনে কলকাতার টিকেট পান মাসুম বিল্লাহ, ঢাকার গুলশান থেকে জেড১০ হ্যান্ডসেটটি কিনে বালীর টিকেট পান জাকির হোসাইন, সদরঘাট থেকে আই৭৫ হ্যান্ডসেটটি কিনে কলকাতার টিকেট পান মামুন হোসাইন এবং ঢাকার উত্তরা থেকে নেপাল এর টিকেট পান ইমদাদুল হক মিলন।
বিজয়ীদের হাতে তাঁদের পুরষ্কার তুলে দেন সিম্ফনির হেড অব এইচ আর, জনাব আহমেদ পাশা। এসময় গ্রুপের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দারুণ এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণ করতে চাইলে কিংবা বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসতে পারেন সিম্ফনির অফিসিয়াল ওয়েবসাইট (http://symphou-mobile.com) অথবা সিম্ফনির ফেসবুক পেইজ (https:/ww/w.facebook.com/symphony-mobile) থেকে।

কোন মন্তব্য নেই