আজ ২৩ নভেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল
ঘটনা
- ১৭০৩- ইংল্যান্ডে ঘূর্ণিঝড়ে আট হাজার লোকের প্রাণহানি।
- ১৯৮৯- ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন হয়।
- ১৯৯২- টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে (১৯ বছর ২২ দিন) শচীন টেন্ডুলকার এক হাজার রান করেন।
জন্ম
- ১৭৩১- ব্রিটিশ কবি উইলিয়াম কাউপার।
- ১৮৯০- বাঙালি ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে তিনি জন্ম নেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তিন খণ্ডের ‘দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ বই রচনা করে অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দেন তিনি। তার অন্য রচনা হলো- বেঙ্গলি ফোনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত-সংস্কৃতি, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, পশ্চিমের যাত্রী, ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য, ভারতের ভাষা ও ভাষা সমস্যা, সংস্কৃতি কী, দ্বীপময় ভারত, রবীন্দ্র সঙ্গমে, শ্যামদেশ ইত্যাদি।
তার প্রাপ্ত বহু পুরস্কার ও সম্মাননার মধ্যে ১৯৬৩ সালে পদ্মবিভূষণ, ১৯৬৬ সালে জাতীয় অধ্যাপকের মর্যাদা, সাহিত্য বাচস্পতি উল্লেখযোগ্য। ১৯৭৭ সালের ১৯ মে সুনীতিকুমার মৃত্যুবরণ করেন।
- ১৮৯৮- নোবেলজয়ী জার্মান রসায়নবিদ কার্ল সিগল।
- ১৯১৯- বাঙালি ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাই।
- তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম নেন। বাংলা ভাষার ব্যাকরণকে সর্বোচ্চ সহজ সরলভাবে উদ্ভাসিত করেন আবদুল হাই। তার উল্লেখযোগ্য রচনাসমূহ হলো- সাহিত্য ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এবং বিলেতে সাড়ে সাতশ দিন।
- ১৯৭২- ভারতীয় অভিনেতা, প্রযোজক ও মডেল অর্জুন রামপাল।
মৃত্যু
- ১৮৫৭- সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুর।
- ১৯২৩- গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তী।

কোন মন্তব্য নেই