পুরুষ নির্যাতন বিরোধী আইনের দাবিতে মানববন্ধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুরুষ নির্যাতন বিরোধী আইনের দাবিতে মানববন্ধন






'নারী নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নির্যাতনকারী নারীরা'


নারী নির্যাতন প্রতিরোধ আইনের মতো পুরুষ নির্যাতন বন্ধেও আইন প্রণয়ন করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)।

র‌বিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এই মানববন্ধন করে বলা বাংলা ট্রিবিউনের একটি খবরে বলা হয়েছে। মানববন্ধনে দাবিও জানানো হয়।

এসময় বিএমআরএফ চেয়ারম্যান শেখ খায়রুর আলম বলেন, "পুরুষরা ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হলেও আত্মসম্মানের ভয়ে কিছু প্রকাশ করতে পারেন না। আবার নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতন আইন না থাকায় নিজের সুরক্ষায় আইনের আশ্রয়ও নিতে পারছেন না।"

"নারী নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নির্যাতনকারী নারীরা", যোগ করেন তিনি।

মানববন্ধনে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রাশেদুজ্জামান বলেন, “দণ্ডবিধির ৪৯৭ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনও ব্যক্তি এমন কোনও নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌনসঙ্গম করে এবং অনুরূপ যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয় তাহলে সেই ব্যক্তি ব্যভিচারী হিসেবে দায়ী হবে।’ এ অপরাধের শাস্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু এক্ষেত্রে একইভাবে স্ত্রীর দুষ্কর্মের সহায়তাকারিণী হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি বলে গণ্য করা হয়নি।"

এসময়, বাংলাদেশের আইনে পুরুষ নির্যাতন বিরোধী আইন কিংবা নারীদের শাস্তির বিধান না থাকার কারণে তারা পরকীয়ায় উৎসাহিত হচ্ছেন বলেও দাবি করেন বক্তারা। এছাড়াও, বিবাহবহির্ভূত সম্পর্ক বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধনের দাবি করেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামে স্ত্রীর পরকীয়ার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। এই ঘটনায় তার স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

কোন মন্তব্য নেই