গাপটিলের সেঞ্চুরিতে টাইগারদের হার
হার দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করল বাংলাদেশ। নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে হেরেছে টাইগাররা। এ জয়ে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করতে নেমে ২৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫.৩ ওভার(৩৩ বল) হাতে রেখেই আট উইকেটে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
ব্যাট হতে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ১১৬ বল খেলে অপরাজিত ১১৭ রান করেন এই মারকুটে ব্যাটসম্যান। ইনিংসটি সাজিয়েছেন ছয়টি চার ও তিনটি ছক্কার মারে। রস টেলরকে নিয়ে ৯০ রানে অবিছিন্ন জুটিতে সহজ জয় তুলে মাঠ ছাড়েন গাপটিল।
টেলরের ব্যাট থেকে আসে ৪৬* রান। এর আগে, ব্যাটিং করতে নেমে ভাল শুরু এনে দেয় নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও হ্যানরি নিকোলাস। দুজনে মিলে গড়েন ১০৩ রানের জুটি। ২৩তম ওভারে মেহেদি মিরাজের বলে প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস। আউট হওয়ার আগে ৮০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটসম্যান। পরে ব্যক্তিগত ১১ রানে কেন উইলিয়ামসনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

কোন মন্তব্য নেই